Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাধারণ তথ্য

সাধারণ তথ্য

প্রতিটি উপজেলায় একটি করে উপজেলা কৃষিঅফিসরয়েছে। এই অফিস কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সংশ্লিষ্ট জেলা পর্যায়ে উপ-পরিচালক এবং অঞ্চলের অতিরিক্ত পরিচালকের অধীন পরিচালিত।

এছাড়া সিটি কর্পোরেশন এলাকায় একাধিক কৃষি অফিস আছে, যা “মেট্রো কৃষি অফিস” নামে পরিচিত।

 

দপ্তর প্রধানের পদবী:

 

উপজেলা কৃষি অফিসার

 

কার্যক্রম:

 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটি মিশন রয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দায়িত্ব হলো সকল শ্রেণীর চাষীদেরকে তাদের চাহিদা ভিত্তিক ফলপ্রসু ও কার্যকর সম্প্রসারণ সেবা প্রদান করা যাতে তারা তাদের সম্পদের সর্বোত্তর ব্যবহার করে স্থায়ী কৃষি ও আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখতে পারে।

 

উপজেলা কৃষি অফিসের দায়িত্ব:

vকৃষকের  তথ্য চাহিদানিরূপণ নিশ্চিত করা।

vমান সম্মত সম্প্রসারণ কর্মসূচি তৈরী করা।

vকৃষক এবং কারিগরী ষ্টাফদের জন্য প্রশিক্ষণ সামগ্রী তৈরী করা।

vব্লক পর্যায়ে যে সব সমস্যা ডিএই সমাধান করতে পারছে না তা টিএইসিসি এর মাধ্যমে অন্যান্য সহযোগী সংস্থাকে অথবা জেলার বিশেষজ্ঞদের জানানো।

vকৃষি উপকরণ সরবরাহকারী, কৃষি পণ্যের বাজারজাতকারীসহ উপজেলা পর্যায়ে কৃষক সমিতি ও অন্যান্য সংস্থার সাথে যোগসূত্র রক্ষা করা।

vশস্য বহুমুখীকরণ, সম্প্রসারণ পদ্ধতি, উপকরণ ও ঋণ সরবরাহ এবং কৃষকদের মধ্যে প্রযুক্তি হস্তান্তর ইত্যাদি বিষয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের উন্নতমানের পরামর্শ দেয়া।

vমাঠ পর্যায়ে বিবিধ অনুষ্ঠানে ( যেমন-চাষী র‌্যালি, মাঠ দিবস, উদ্ধুদ্ধকরণ ভ্রমণ) উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের সহায়তা দান করা।

vউপজেলা পর্যায়ের সম্প্রসারণ কর্মকান্ড (যেমন- কৃষি মেলা, কৃষক প্রশিক্ষণ) পরিকল্পনা ও বাস্তবায়ন করা।

vটিএইসিসি এর মাধ্যমে অন্যান্য সম্প্রসারণ সেবা দানকারীদের সংগে সম্পর্ক ও কাজের সমন্বয় করা।

vউপজেলা পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠান ও পরিচালনা করা।

vষ্টাফদের প্রশিক্ষণ চাহিদা নিরুপণ ও প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া।

vপাক্ষিক উপজেলা প্রশিক্ষণ দিবস পরিকল্পনা ও আয়োজন করা।

vপাক্ষিক কর্মসূচি ব্যবস্থাপনা পর্যালোচনা সভা ও মাঠ পরিদর্শনের মাধ্যমে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের কাজকর্ম পরিবীক্ষণ নিশ্চিত করা।

vউপজেলা পর্যায়ে সেমস ও ক্যাপ ব্যবস্থাপনা ও সমন্বয় করা।

vডিইপিসি এবং অন্যান্য সভায় অন্তত একজন উর্দ্ধতন কর্মকর্তার যোগদান নিশ্চিত করা।

vউপজেলার বাজেট ব্যবস্থাপনা এবং সময়মতো হিসাব নিকাশ নিশ্চিত করা।

vউপ-সহকারী কৃষি কর্মকর্তাদের কাছ থেকে জরুরী আপৎকালীন তথ্যসহ অন্যান্য তথ্য সংগ্রহ এবং তা যথাযথ ফরমে জেলা, অঞ্চল বা সদর দপ্তরে প্রেরণ করা।

উপরোক্ত কার্যক্রমগুলি সঠিকভাবে পরিচালনা ও বাস্তবায়নের জন্য উপজেলা কৃষি অফিসারের অধীনে ০২ (দুই) জন বিসিএস(কৃষি) ক্যাডারের কর্মকর্তা দায়িত্ব পালন করেন ও সার্বিকভাবে তাঁকে সহযোগিতা করেন।

 

আওতাধীন অফিস:

 

প্রতিটি ইউনিয়নের প্রত্যেক ব্লকে একজন করে “উপ-সহকারী কৃষি কর্মকর্তা” কর্মরত আছেন যারা ইউনিয়ন পরিষদের বরাদ্দকৃত কক্ষে বসে কৃষকদের চাহিদা মাফিক কৃষি বিষয়ক পরামর্শ প্রদান করে থাকেন। এছাড়া সিটি কর্পোরেশন  বা অনান্য মেট্রো অফিসের কৃষি পরামর্শ কেন্দ্রে বসে কৃষকদের চাহিদা মাফিক কৃষি বিষয়ক পরামর্শ প্রদান করে থাকেন। এছাড়া নিয়মিত ভিজিট সিডিউল অনুযায়ী দলীয় ও ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে কৃষকদেরকে সম্প্রসারণ সেবা প্রদান করেন।যে সকল ইউনিয়নে ইতিমধ্যেই ইউনিয়ন কমপ্লেক্স স্থাপন হয়েছে সেখানে কৃষক তথ্য প্রযুক্তি ও পরামর্শ কেন্দ্র (FIAC) চালু করা হয়েছে।

ব্লকে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের দায়িত্ব নিম্নরুপ:

কৃষকেরা যেন তাদের সমস্যা চিহ্নিত করতে পারেন এবং সমস্যার সম্ভাব্য সমাধান খুঁজে পেতে পারেন সে ব্যাপারে সাহায্য করা।

স্থানীয় চাহিদার ভিত্তিতে ব্লকে সম্প্রসারণ কর্মকান্ড বাস্তবায়ন করা।

কৃষকের জন্য উপযুক্ত সম্পসারণ কর্মকান্ড পরিকল্পনার জন্য উপজেলা পরিকল্পনা কর্মশালায় পরামর্শ দেয়া।

তথ্য সংগ্রহে কৃষকদের সহায়তা দেয়া। অন্যান্য সম্প্রসারণ সহযোগী সংস্থা থেকে সেবা গ্রহণে কৃষকদের সহায়তা প্রদান।

ব্লকের তথ্য সংগ্রহ করা ও রেকর্ড করা। যেমন-প্রাকৃতিক সম্পদ, জনসংখ্যা, বিভিন্ন আবাদি জমির পরিমাণ, উপকরণের চাহিদা, উৎপাদিত পণ্যের বাজারজাত পদ্ধতি, প্রযুক্তি অভিযোজন, গ্রহণ, পরীক্ষা ও ব্যবহারে কৃষকের সংখ্যা ও ব্যাপ্তি।

দৈনন্দিন কাজের অগ্রগতি, ভবিষ্যৎ কর্মকান্ডের পরিকল্পনা এবং কৃষকের চাহিদা ও সমাধানের তথ্য লেখার জন্য এসএএও ডাইরী সংরক্ষণ করা।

এনজিও ভুক্ত কৃষক দলসহ কর্মরত অন্যান্য কৃষক দল সনাক্ত করা।

বাৎসরিক সম্প্রসারণ কর্মসূচি অনুযায়ী অনুমোদিত পাক্ষিক কর্মসূচি বাস্তবায়ন করা।

উপজেলা কৃষি অফিসে সভা ও প্রশিক্ষণে অংশগ্রহণ করা।

 

মৌসুমী সম্প্রসারণ পরিবীক্ষণ প্রণালী এবং বিভিন্ন ধরনের রেজিস্ট্রেশন পদ্ধতি ব্যবহার করে সম্প্রসারণ কর্মকান্ডের বাস্তবায়ন পরিবীক্ষণ করা (যেমন-প্রদর্শনী রেজিস্টার)।